Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

 ভবিষ্যৎ পরিকল্পনা  : ১) কক্সবাজার জেলায় আর্ন্তজাতিক মানের কনফারেন্স হলসহ যুব

 হোস্টেল নির্মাণ প্রকল্প :  কক্সবাজার জেলায় কনফারেন্স হলসহ আন্তর্জাতিক মানের যুব হোষ্টেল

 নির্মান করা এ প্রকল্পের উদ্দেশ্য।

২। ইনকালকেটিং দি স্পিরিট অব ডেমোক্রেসি একাউন্টএবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি এমাং দি ইয়ুথ অব বাংলাদেশ :

বাংলাদেশের যুব সমাজকে গণতন্ত্র,জবাবদিহিতা ওস্বচ্ছতার বিষয়ে উদ্বুদ্ধ ও অভ্যস্থ করা এ প্রকল্পের উদ্দেশ্য ।

৩। ক্যাপাসিটি বিল্ডিং অব স্মল ইথনিক‘স ইয়ুথস থ্রু সাসটেইনএবল লাইভরিহুডঃ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির যুবদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে টেকসই জীবিকার ব্যবস্থা করা এ প্রকল্পের উদ্দেশ্য ।

৪। যুব কার্যক্রম বিষয়ক গবেষণা ও তথ্য প্রচার প্রকল্প :

যুব কাযক্রমের সাফল্য গবেষণার মাধ্যমে প্রকাশ করা এবং যুব বিষয়ক তথ্য বেকার যুবসহ দেশের সকল পযায়ের মানুষের নিকট প্রচারের ব্যবস্থা করা এ প্রকল্পের উদ্দেশ্য ।

৫।আত্মকর্মী থেকে উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প :

আত্মকর্মী যুবদের গৃহিত প্রকল্পসমূহ টেকসই করে মাঝারি ও বড় প্রকল্প স্থাপন এবং উক্ত প্রকল্পে বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠি করা এ প্রকল্পের উদ্দেশ্য ।

৬।যুব উন্নয়ন অধিদপ্তরের বিভাগীয় কাযৃালয় স্থাপন প্রকল্প :

যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভাগীয় কার্যালয় স্থাপন ও নির্মাণ এ প্রকল্পের উদ্দেশ্য । প্রতিটি বিভাগীয় শহরে একটি বহুতল বিভাগীয় কার্যালয় স্থাপন ও নিমৃাণ করা হবে ।

৭।আঞ্চলিক যুব কেন্দ্র স্থাপন প্রকল্প :

এ প্রকল্পের আওতায় ৭টি বিভাগে একটি করে আঞ্চলিক ‍ুব কেন্দ্র স্তাপন করা হবে । ফলে মাট পর্যায়ে যুব কাযক্রম বাস্তবায়নে গতি সঞ্চার হবে ।

৮। বি্উটিশিয়ান,হেয়ার কাটিং ও হাউজকিপিং বিষয়ে প্রশিক্ষণ প্রকল্প :

বেকার যুবক ও যুবমহিলাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এ প্রকল্পের উদ্দেশ্য ।

৯।ট্যুরিষ্ট গাইড,ট্যুর ম্যানেজমেন্ট এবং ইংরেজী ভাষা শিক্ষা প্রশিক্ষণ প্রকল্প :

বেকার যুবক ও যুবমহিলাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এ প্রকল্পের উদ্দেশ্য।

১০।অবশিষ্ট ৫৮টি জেলায় ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষণ সম্প্রসারণ এবং পোশাক তৈরী প্রশিক্ষণ জোরদারকরণ প্রকল্প :

চলমান পোশাক তৈরী প্রশিক্ষণ জোরদার করা এবং দেশের অবশিস্ট ৫৮টি জেলায় ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষণ কোর্স সম্প্রসারণ এ প্রকল্পের উদ্দেশ্য।

১১। জেন্ডার,এইচআইভি এইডস,প্রজনন স্বাস্থ্য এবং জীবন দক্ষতা বিষয়ক প্রকল্প :

জেন্ডার,এইচআইভি এইডস,প্রজনন স্বাস্থ্য এবং জীবন দক্ষতা বিষয়ে যুবক ও যুবমহিলাদের সচেতনতা বৃদ্ধি করা এ প্রকল্পের উদ্দেশ্য ।